চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে টেনিস কোর্টে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পাশ্ববর্তী নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে টেনিস কোর্টে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর জেলা ও দায়রা জজ আদিব আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খাঁন, পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।’
স্থানীয়রা জানান, এই মাঠে ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন রাত ৮টার পরে খেলতে আসেন এবং দেড় দুই ঘণ্টা খেলেন । কিন্তু ঘটনার পর আজ এখানে কেউ খেলতে আসেননি।