হোম > সারা দেশ > রাজশাহী

রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে বহিষ্কার করা হয়।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদের যে দাবি ছিল, তা পূরণ হয়েছে। তাকে (রায়হান শরীফ) বহিষ্কার করা হয়েছে। এই মেডিকেল কলেজে সে আর ফিরে আসবে না। আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ডা. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব দুর-রে শাহওয়াজ।’ 

এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করার প্রতিবাদে আজও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদে তাঁরা কালো ব্যাজ ধারণ করেছেন। কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও দুপুরে দিকে তা স্থগিত করেন শিক্ষার্থীরা।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার