হোম > সারা দেশ > নাটোর

ঘোষণার পরই বাড়ল এলপি গ্যাসের দাম

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ঘোষণার পরই এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। উপজেলার বিভিন্ন দোকানে তরলকৃত ১২ কেজির গ্যাস সরকারি খুচরা মূল্য ৮৯১ টাকা হলেও এখন ১ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। 

জানা গেছে, গত বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডারে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করার ঘোষণা দেয়। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এলাকার ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করে ঘোষণার দিন থেকেই গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। 

এলপিজি সিলিন্ডার কিনতে আসা রাব্বুল ইসলাম বলেন, আজ শনিবার আমি গ্যাস কিনতে এসেছি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে তাঁদের হাতে জিম্মি হয়ে আমাদের বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে। 

লালপুর বাজারের এলপিজি ব্যবসায়ী সোনার বাংলা ট্রেডার্সের মালিক আমিরুল ইসলাম বলেন, দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে আমাদেরও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ ব্যাপারে বাজার তদারকি করা হবে। যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার