নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, নাশকতার মামলায় একেএম আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির আটকের ঘটনায় সোমবার সকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতিতে বলা হয়, সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত নেতা মাওলানা একে এম আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা আফজাল হোসেন একজন স্বনামধন্য আলেম এবং মসজিদের ইমাম। তিনি মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে দ্রুত মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে।