হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নারীদের সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

রাজশাহীর সার্কিট হাউসসংলগ্ন সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বুধবার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর সিঅ্যান্ডডি মোড় এলাকায় কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছেন। তাঁদের আচরণে বিব্রত হন পথচারীরাও।

ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল সকালে আরএমপির ফেসবুক পেজে চার যুবকের ছবি প্রকাশ করে তাঁদের শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, শুধু গ্রেপ্তার নয়, সামাজিক প্রতিরোধ গড়তেই অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতেও অভিযান চলছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা