ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে লালন শাহ সেতু সংযোগ সড়কের দিয়াড় সাহাপুর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে। শফিকুল রূপপুর প্রকল্পের উপঠিকাদার রোসেম কোম্পানিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শফিকুল মোটরসাইকেলে করে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন। এ সময় লালন শাহ সেতু সংযোগ সড়কের ক্লাব মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস দল ও পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।