হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার হিজলি পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদম খাঁর মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম।

প্রতিবেশী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে এবং তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যান এবং ঘরটি পুড়ে যায়। 

প্রতিবেশীরা আরও জানান, একটি ঘরের মেঝেতে খড়কুটো বিছিয়ে একাই থাকতেন বৃদ্ধা। ওই ঘরেই রান্না এমনকি রান্নার কাজে ব্যবহার করা লাকড়িগুলোও রাখতেন। মশার কামড় থেকে রক্ষা পেতে হাঁড়ির খোলায় প্রতিদিনই আগুন দিতেন। শীতের সময় সকাল ও সন্ধ্যায় সেই আগুনে উষ্ণতা অনুভব করতেন।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরে ঘরে পড়ে থাকা বৃদ্ধার আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, ঘরের ভেতরে হাঁড়ির খোলায় থাকা আগুন থেকেই এর সূত্রপাত।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি