নাটোরের বাগাতিপাড়ায় জেলা পরিষদ নির্বাচনে দুই ঘণ্টার আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কেন্দ্রে বসে রয়েছেন কর্মকর্তারা। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম।
জানা গেছে, আজ সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮০ জন। ভোটারদের সবার ভোটাধিকার সকাল ১০টা ৫৭ মিনিটের আগেই শেষ হয়েছে। তবু নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কেন্দ্রে বসে রয়েছেন কর্মকর্তারা। এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাতজন ভোট গ্রহণ কর্মকর্তা, ছয়জন আনসার সদস্য, ৪০ জন পুলিশ এবং ২৬ জন পোলিং এজেন্ট।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাগাতিপাড়ায় মোট ৮১ ভোটারের মধ্যে একজন মারা যাওয়ায় বর্তমানে ৮০ জন রয়েছেন। সকাল ১০টা ৫৭ মিনিটে সর্বশেষ একজনের ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন নিয়ম রক্ষা করে ফলাফলের জন্য নির্ধারিত সময় দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।