চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে ওই দিন বিকেলে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরদিন আবার বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়।
এ সময় দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, গতকাল সকাল ১০টার দিকে শূন্যলাইনে বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছিল। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্তে এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রেখেছি।’