রাত পোহালেই ভোট। রাতের আঁধারে কেন্দ্র দখল, ভোট কেনাবেচা ঠেকাতে পাহারা দিচ্ছেন বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকেরা। নওগাঁর বদলগাছী উপজেলার ইউনিয়নগুলোতে আজ শনিবার সন্ধ্যা থেকে এ দৃশ্য দেখা যাচ্ছে।
আগামীকাল রোববার তৃতীয় ধাপে বদলগাছীর আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের উৎকণ্ঠা বাড়ছে।
সরেজমিনে আজ রাতে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই স্ব স্ব প্রার্থীর সমর্থকেরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জোট বেঁধে পাহারা দিচ্ছেন। মোটরসাইকেল নিয়েও টহল দিতে দেখা যাচ্ছে অনেককে। অপরিচিত কাউকে দেখলে যাচাই করা হচ্ছে তিনি কার সমর্থক।
রোববার ভোটগ্রহণ হবে উপজেলার বদলগাছী সদর ইউপি, বালুভরা, আধাইপুর, মথুরাপুর, মিঠাপুর, পাহাড়পুর, কোলা, সহ বিলাশবাড়ী ইউপিতে। রাতে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুধকুড়ি ও বলরামপুর এলাকায় দেখা মেলে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের আনাগোনা।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৯৫২ জন এবং নারী ভোটার সংখ্যা ৮৩ হাজার ২৮০ জন।