চট্টগ্রামের কর্ণফুলীর জমি বিরোধের ঘটনায় মা-ছেলেকে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গভীর রাতে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে মো. মোসলেম (৩৮) ও মনোয়ারা বেগমকে (৪২) গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
ওসি জানান, এ পর্যন্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোসলেম একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র এবং অপর নারী জামাল উদ্দিনের স্ত্রী। শনিবার তাদের ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।