হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণকাজ নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নাটোর প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি না হলে কালো তালিকাভুক্তির মাধ্যমে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। 

জানা যায়, বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক স্থাপন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পসহ বাকি চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর লেন রাস্তার প্রকল্প পরিচালকসহ নাটোর জেলার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। 

বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পরিকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দরা। 

প্রতিমন্ত্রী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর উদ্দেশ্যে বলেন, মহাসড়কের কাজের অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। কোনোভাবেই জনগণের ভোগান্তি মেনে নেওয়া যাবে না। 

উল্লেখ্য, নাটোর-বগুড়া মহাসড়কের সম্প্রসারণ কাজ ২০২০ সালের প্রথমদিকে শুরু হয়। কিন্তু এখনো ৪০ শতাংশ কাজের অগ্রগতি হয়নি। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হল মীর হাবিবুল আলম কন্সট্রাকশন ও রানা বিল্ডার্স।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে