হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

নাশকতার মামলায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। পরে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার নূর মোহাম্মদ আবু তাহের (৩২) দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের ছাত্রবিষয়ক সম্পাদক। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নূর মোহাম্মদের স্ত্রী মোহতাদিয়া শামীমা জানান, দুপচাঁচিয়ায় তাঁর নিজের প্রতিষ্ঠান ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় ফেরার পথে থানা ও গোয়েন্দা পুলিশ নূর মোহাম্মদ এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালাক আব্দুর রাহিম (১৯) এবং সহযোগী রমজান আলীকে (৩৬) আটক করে। পরে সেখান থেকে তাঁদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর নূর মোহাম্মদকে গোয়েন্দা পুলিশ বগুড়ায় তাদের কার্যালয়ে নিয়ে যায়। তাঁর অপর দুই সহযোগীকে দুপচাঁচিয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

তবে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলছেন, রাতে নূর মোহাম্মদ ও তাঁর দুই সহযোগী গুনাহার ইউনিয়নের সাহেববাড়িতে নাশকতার উদ্দেশ্যে সড়কে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। 

পরে তাঁদের হেফাজত থেকে দুটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ ও তাঁর দুই সহযোগীর নামে পুলিশ বাদী হয়ে রাতেই দুপচাঁচিয়া থানায় নাশকতার মামলা করেছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার