Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার শিহাব। ছবি: আজকের পত্রিকা

র‍্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে র‍্যাব।

গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, তিনটি সিমকার্ড, ৩২ ও ২ জিবির দুটি মেমোরি কার্ড, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি এসএসডি কার্ড, একটি রামদা, চারটি হাতলযুক্ত চাকু, একটি চাপাতি, একটি ছোরা এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন সাগর। পরে তাঁদের বিশ্বাস অর্জন করে ঘনিষ্ঠতা তৈরি এবং ভিডিও ধারণ করতেন। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ