হোম > সারা দেশ > নওগাঁ

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১ 

নওগাঁ প্রতিনিধি

পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর পত্নীতলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা-পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে উপজেলার নজিপুর নতুনহাট সংলগ্ন ঠুকনিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

এনএসআই বলছে, গ্রেপ্তার হওয়া যুবক ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাদের একজন।

গ্রেপ্তার যুবকের নাম ইমরান হোসেন (২৫)। তিনি উপজেলার ঠুকনিপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে তথ্য আসে, অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে নওগাঁ ও বগুড়া জেলার প্রায় ১০-১১ জনের কাছ থেকে জনপ্রতি দেড় থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। পরে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়। রোববার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাদের একজন ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রের মূল হোতা দিনাজপুর জেলার নাগরবাড়ি বিরলের রফিকুল ইসলামের ছেলে মাহফিজুল ইসলাম (২৬)। তিনি নিজেকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. দেলোয়ার হোসেনের ব্যক্তিগত সচিব দাবি করে এই চক্রের কার্যক্রম পরিচালনা করত। এ ছাড়া নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের ছাইদুর রহমানের মেয়ে মিফতাহুল জান্নাত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। তাঁরা বর্তমানে পলাতক রয়েছে। 

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি