হোম > সারা দেশ > জয়পুরহাট

আগুনে সাত দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আগুন লেগে মোটরসাইকেলের পার্টসের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী তিনমাথা বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে স্বপন হোসেনের মোটরসাইকেলের পার্টসের দোকানে। ওই ঘরে মবিল ও তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পাশে থাকা খায়ের আলির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আরও পাঁচটি দোকানের আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল এসে দুই প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল পার্টসের দোকান মালিক স্বপন হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের মধ্যে মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আমার পাশের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে। ধারণা করা হচ্ছে সাতটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি