পাবনার চাটমোহর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির মাঠে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাসের চৌধুরী।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরীফ মাহমুদ সঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমুখ।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।