হোম > সারা দেশ > রাজশাহী

বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রি, বগুড়ায় হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল নামে সেরা হলেও পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা। এ ছাড়া বিক্রি করা হচ্ছিল বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই। এ কারণে হোটেলে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তখন হোটেল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাসেল অভিযানে অংশ নেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম আজকের পত্রিকাকে বলেন, অভিযানকালে পুরো প্রতিষ্ঠানে অপরিচ্ছন্নতা দেখা যায়। এ ছাড়া ফ্রিজিং ব্যবস্থা ছিল নোংরা। খাবার সংরক্ষণ কক্ষটি অপরিচ্ছন্ন দেখা গেছে। সেই সঙ্গে বাসি মিষ্টিসহ মাখন বিক্রি ও সংরক্ষণ এবং মেয়াদহীন রসমালাই বিক্রি করতে দেখা যায়।

এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা তাৎক্ষণিক এই টাকা পরিশোধ করে। তাদের সতর্ক করা হয়েছে। এরপর যদি একই অপরাধ সংঘটিত হয়, তাহলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী ও জেলা পুলিশ সহযোগিতা করে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার