Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

ঈদগাহ মাঠ সংস্কারের টাকা নিয়ে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

প্রত্যক্ষদর্শী সবুজ আলী বলেন, ‘সৈয়দপুর গ্রামের দুই মহল্লার লোকজন এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সম্প্রতি মাঠটি সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা তোলা হয়। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, উজ্জ্বল, জাকের মোল্লা ধার্য করা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মাঠে দ্বন্দ্ব শুরু হয়। এরপর নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসক ফজলুর রহমানের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে আজ আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনএতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

আহতদের মধ্যে রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক, সোহানুর রহমান, ঈমন, রিদয়, সানোয়ার, দেলুয়ার হোসেন, জামাল উদ্দীন, শহীদ ও সালাম। 

পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে আজ আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনএ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মাঠের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা