হোম > সারা দেশ > রাজশাহী

রাষ্ট্র সংস্কার না হলে ভয়াবহ বিপ্লব হতে পারে: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে পরে আবারও ভয়াবহ বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি। পরে আবার বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার একজন হেফাজতকারী মাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটিকে ব্যবহার করা।’ তিনি বলেন, ‘এখন মানুষ আগের মতো নেই। কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদের বোঝাতে হবে।’

এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার