বগুড়ায় ট্রাকচাপায় মোকাদ্দেছ আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ইমরান হোসেন (৩০) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেটের কাছে আদর্শ কলেজ গেটে দুর্ঘটনাটি ঘটে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোকাদ্দেছ আলী দিনাজপুর জেলার হাকিমপুর থানার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
তিনমাথা রেলগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মশিউর রহমান বলেন, মোটরসাইকেলে চেপে দুই যুবক বগুড়া-রংপুর মহাসড়কে আদর্শ কলেজ গেটে ফ্লাইওভারের নিচ দিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ আলী মারা যান। মোটরসাইকেলটির চালক ইমরান হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। আহত মোটরসাইকেলচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।