নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান হেদা (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
তিনি ডাহিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মাধা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মোটর সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর রহমান। এ সময় আলমাস হোসেন নামের এক কলেজছাত্র গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন এ তথ্য নিশ্চিত করেন।