চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সাংবাদিক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিটিভির জেলা সংবাদদাতা ও চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, এ টি এন বাংলা ও এ টি এন নিউজের প্রতিনিধি নাসিম মাহমুদ, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, আজকের পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আল মামুন বিশ্বাসসহ অন্যরা। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।