হোম > সারা দেশ > রাজশাহী

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রাটি বের করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গণপদযাত্রা নিয়ে রাজশাহী নগরীর তালাইমারী মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন।

প্রায় আট-নয় কিলোমিটার পথ হেঁটে শিক্ষার্থীরা সেখানে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে চান। তখন পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য অনুরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাকক্ষে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি রোববারের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এই আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রূপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীরা যেন বিরত থাকেন।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি