চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সদস্য ট্রাকচালক মো. রাহিম আলী বাবুকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক রেখে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক ও বাবুর পরিবারের সদস্যরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
ক্ষোভকারীদের অভিযোগ, শিবগঞ্জ উপজেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রাহিম আলীর বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা।
বিক্ষোভ কর্মসূচির সময় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া বাবুর পরিবারের সদস্যরাও সেখানে অংশ নেন। বিক্ষোভের সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় বলে সরেজমিনে জানা গেছে।
এর আগে গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়ার অভিযোগে বাবু ও হেলপার মো. রুহুল আলীকে আটক করেন ঢাকার নবীনগর র্যাব ক্যাম্পের সদস্যরা। পরে হেলপারকে ছেড়ে দেওয়া হলেও বাবুকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মির্জাপুর থানায় র্যাব মামলা দেয়। বাবু এখন কারাগারে আছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।