Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে (২৫) মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জালাল ভূঁইয়া। তিনি পৌর শ্রমিকদলের আহ্বায়ক।

আজ সোমবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে গতকাল রোববার রাতে উজ্জ্বলের শ্বশুর কৃষ্ণচন্দ্র মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলায় বড়াইগ্রামে ১৫ বিএনপি-নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা ১০–১৫ জনকে আসামি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে—বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুল আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি দুলাল কবিরাজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মুন্নাফ খান, পৌর শ্রমিকদলের আহ্বায়ক জালাল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান। বাকিরা বিএনপি কর্মী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশান ঘাট এলাকার কাঁচামাল ব্যবসায়ী বিশ্বনাথ মন্ডলের ছেলে উজ্জ্বল কুমার মন্ডল। তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আতিকুর রহমান পিয়াসের সঙ্গে চলাফেরা করতেন। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যদের সঙ্গে উজ্জ্বল কুমারও আত্মগোপনে চলে যায়। ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য গত বুধবার বিকেলে তিনি বাড়ি আসেন।

এই খবর ছড়িয়ে পড়লে ওই দিন বনপাড়া পৌর শ্রমিক দল সভাপতি জালাল ভূঁইয়া, যুবদল কর্মী জাহাঙ্গীর আলম, নুর আলম, নাজমুল, ছাত্রদল কর্মী সুজন ও শুভর নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গতকাল রোববার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় নির্যাতিত উজ্জ্বল কুমার মন্ডল পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

উজ্জ্বলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এ নেতা। বড়াইগ্রাম থানার ওসিকে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে পুলিশ রাতেই মামলা গ্রহণ করেন এবং অভিযান চালিয়ে জড়িত জালাল ভূঁইয়াকে গ্রেপ্তার করেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার পর থেকেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে প্রধান আসামি জালাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ