হোম > সারা দেশ > রাজশাহী

সাপের ছোবল খেয়েও কাউকে জানাননি সাপুড়ে, পরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সাপের ছোবল খেয়েও কাউকে কিছু জানাননি এক সাপুড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের জানান তিনি। অনুরোধ করেন হাসপাতালে নেওয়ার। কিন্তু  হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় মো. সুমনের (৩০)। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সুমনের খালাতো ভাই মো. সবুজ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে সাপ ধরতে যান সুমন। এ সময় বিষধর সাপটি তাঁকে ছোবল দেয়। কিন্তু সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে পড়েন। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সাপে কাটার কথা জানান। এ সময় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, সাপে কাটার প্রায় সাত ঘণ্টা পর সুমনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেই তাঁর পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার