চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আব্দুস সাকিব (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর উপর নিমগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর মিরের খৈলান এলাকায় ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয় সাকিব। এ ঘটনায় ওই দিন সদর থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মশিউর রহমান অভিযোগপত্র জমা করেন।