হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

পাবনা প্রতিনিধি

দেশে চলমান পরিস্থিতির মাঝে হঠাৎ পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার আটজন কর্মকর্তাকে বদলি করা হলো, এর কারণ জানাতে পারেননি পুলিশ সুপার (এসপি)। 

গত ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড–১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়। 

বদলি হওয়া আট কর্মকর্তা হলেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ডিএসবির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই মোত্তালেব, উপপরিদর্শক (এসআই) আকরামু ইসলাম, উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হামজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সায়েদুল ইসলাম। 

এর মধ্যে ওসি নাজমুল হককে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বাকি সাতজনকে সিলেট, বান্দরবান ও রাঙামাটিতে বদলি করা হয়েছে। বদলির আদেশে কত দিনের মধ্যে তাঁদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে, তা উল্লেখ করা হয়নি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘১ আগস্ট বদলির আদেশ পেয়েছি। তবে কেন, কী কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার (এসপি) আব্দুল আহাদ জানান, পুলিশ সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত নথি এসেছে। তবে কী কারণে বদলি করা হয়েছে তা তিনি জানেন না।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন