Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীর ফাঁকা সড়কে প্রাণ গেল দুজনের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীর ফাঁকা সড়কে প্রাণ গেল দুজনের

পাবনার ঈশ্বরদীর ফাঁকা রাস্তায় তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত দুজন হলেন প্রাণ কোম্পানির স্থানীয় কর্মচারী ও মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২০) এবং অজ্ঞাতনামা ট্রাক হেলপার (২২)। এর মধ্যে মেহেদী হাসান উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মেহেদী হাসানের ছোট ভাই জনি হাসান (১৪) আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে তরমুজবোঝাই একটি ট্রাক ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের মুন্নার মোড় অতিক্রম করছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তরমুজবোঝাই ট্রাকটিকে অতিক্রম করতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। ধাক্কায় সড়কে মুহূর্তেই উল্টে যায় চালকসহ মোটরসাইকেলটি। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তরমুজবোঝাই ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক ও ট্রাকের এক হেলপার। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্য এবং এলাকাবাসী হতাহতদের উদ্ধার করেন। 

এ বিষয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় খাদে পড়া ট্রাকটি উদ্ধার করে। তবে ট্রাকচালককে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলার প্রস্তুতি চলছে। 

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

রাজশাহীতে সাঁওতালপাড়ায় হামলার প্রতিবাদ