হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতার আশঙ্কায় উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়। 

এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে।

সবশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা করা দরকার, সেটিই করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এই ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে, পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তনগর ট্রেনে ব্যবহার করা হবে। এই ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন এ ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছে।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন