হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সভাপতি স. ম আফসার আলী ও সম্পাদক আমিনুর রহমান টুটুল (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।

মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু

যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে: আইজিপি

সেকশন