হোম > সারা দেশ > রাজশাহী

ফুলজোর নদে নিখোঁজ আরও ২ শিশুর লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোড় নদে তাদের লাশ পাওয়া যায়। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই লাশ পাওয়া গেল।

এর আগে গতকাল শনিবার দুপুরের পর ছয় বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়।

আজ উদ্ধার হওয়া লাশ দুটি সিরাজগঞ্জ সদরের উকিলপাড়া এলাকার ইকরামুল হাসানের ছেলে সারজিল হাসান (১৫) ও বাহিরখোলা গ্রামের মৃত বিশ্বজিতের ছেলে কৃষ্ণের (১৫)। এর আগে শনিবার সন্ধ্যায় ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে রাফিনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার কয়েক বন্ধু মিলে ঝাটিবেলাই গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর ৬ বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নামলে তিনজন নদীতে ডুবে যায়। খবর পেয়ে প্রথমে গ্রামবাসী এবং পরে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত