সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোড় নদে তাদের লাশ পাওয়া যায়। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই লাশ পাওয়া গেল।
এর আগে গতকাল শনিবার দুপুরের পর ছয় বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়।
আজ উদ্ধার হওয়া লাশ দুটি সিরাজগঞ্জ সদরের উকিলপাড়া এলাকার ইকরামুল হাসানের ছেলে সারজিল হাসান (১৫) ও বাহিরখোলা গ্রামের মৃত বিশ্বজিতের ছেলে কৃষ্ণের (১৫)। এর আগে শনিবার সন্ধ্যায় ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে রাফিনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার কয়েক বন্ধু মিলে ঝাটিবেলাই গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর ৬ বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নামলে তিনজন নদীতে ডুবে যায়। খবর পেয়ে প্রথমে গ্রামবাসী এবং পরে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।