হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫)। আয়শা পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং ইনামুল ওই উপজেলার আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। 

করমজা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইনামুলের নানি মারা যায়। ওইদিন ইনামুল হক মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। আজ শনিবার নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। 

এদিকে, মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, ‘পুন্ডুরিয়ায় দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে পরিবারের সবাইকে সচেতন হতে হবে শিশুদের নিয়ে।’

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত