হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ৭ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও বাজারে সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল এই আদালত পরিচালনা করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও বড়াইগ্রাম থানার পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাঝগাঁও বাজারে অভিযান চালানো হয়। এ সময় সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ২৯২ কার্টন সার ও বালাইনাশক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন তিন টন। প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী দাম প্রায় ৭ লাখ টাকা।

তিনি আরও জানান, পরে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (২) ধারায় রেজিস্ট্রেশনবিহীন সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে সোলায়মান মুন্সিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী আটককৃত পণ্য ধ্বংস করা হয়।

ইউএনও আবু রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা