বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলার মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হচ্ছে— মিরপুর গ্রামের মামুনুর রাশিদের মেয়ে মরিয়ম আক্তার নিশা (১০) ও মামুনুর রশিদের ভাই আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (১০)। তারা সম্পর্কে চাচাতো বোন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বোন প্রতিদিনই বাড়ির পাশে পুকুরে গোসল করে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুকুরে খুঁজতে যায়। পুকুরে তল্লাশি করে দুই বোনের মৃতদেহ গ্রামের লোকজন উদ্ধার করে।
ওসি বলেন, উভয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাবতলী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।