সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৯ মার্চের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি করেছেন। নির্যাতনের শিকার শিশুটিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত রোববার সকালে ওই ছাত্রী ধর্ষিত হলেও পুলিশকে জানানো হয়নি। মামলা হওয়ার পর অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উম্মে রুমান লিমা বলেন, ‘শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে সে এখন মোটামুটি ভালো আছে।’