বগুড়ার ধুনট উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা শাহিনুর আলম টগরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাঠপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মামলায় জানা গেছে, ব্যবসায়ী প্রয়োজনে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তির কাছ থেকে ব্যাংকের চেক দিয়ে ১০ লাখ টাকা ধার নেন শাহিনুর। পরে সেই টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তি ২০২১ সালে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে টগরের বিরুদ্ধে ব্যাংক চেক ডিজঅনার মামলা করেন। ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী হাকিম মামলার শুনানি শেষে ২০২২ সালের ১ ডিসেম্বর শাহিনুরকে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা ও ১ বছরের কারাদণ্ড দেন। ঘটনার পর থেকে পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।