হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পেট্রল বোমা হামলা: নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর পাশাপাশি অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ, হারুনুর রশিদ, উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান, নাগরিক ঐক্যে কর্মী তোফা, সাগর, মোকাররম হোসেন খোকন, পিয়াল ও লিপি বেগম।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান আজ বুধবার বিকেলে জানান, পেট্রল বোমা হামলার ঘটনায় যুবদলের নেতা রনি মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এর পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার