হোম > সারা দেশ > বগুড়া

১১ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১১ বছর গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম—রায়হান ওরফে মুন্না প্রাং (৪৫)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানায় দায়ের হওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। রায়হান জয়পুরহাট জেলার শান্তিনগর মাছুয়াপল্লি গ্রামের মৃত মাজেদের ছেলে। 

র‍্যাব বলছে, মাদক ফেনসিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় রায়হানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান মুন্নাকে যাবজ্জীবন সাজার রায় দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। 

র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে বুধবার গভীর রাত ২টার দিকে ঢাকা জেলার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার