নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর আত্মত্যাগ স্মরণ ও ১৬৮তম সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। ‘হুলের শেষ নেই’ প্রতিপাদ্যে আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়।
এদিনেই সাঁওতাল-কৃষক-জনতা ব্রিটিশ শাসক ও তাদের এ দেশীয় দালাল, মহাজন, জমিদার শ্রেণির কবল থেকে মুক্তির আকাঙ্ক্ষায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু-কানু।
দিবসটি স্মরণে আজ বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি ও বেসরকারি সংস্থা সিসিবিভিও যৌথভাবে গোদাগাড়ীর কাঁকনহাট ও রাজাবাড়ীহাটে নানা কর্মসূচি পালন করে। এতে অংশ নেয় গোদাগাড়ী থানা বাইসি, রক্ষাগোলা সমন্বয় কমিটি, আদিবাসী মুক্তি মোর্চা, রক্ষাগোলা সংগঠনের কয়েক শতাধিক সদস্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামের সাধারণ মানুষ।
কর্মসূচির মধ্যে ছিল সংক্ষিপ্ত সমাবেশ, শোভাযাত্রা নিয়ে সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ১০টি দল অংশ নেয়।
কাঁকনহাটের সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। আর রাজাবাড়ীহাটের সমাবেশে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি নির্বাহী পরিষদের ও সদস্য সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত।
বিশেষ অতিথি ছিলেন কাঁকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন, সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, গোদাগাড়ী উপজেলা পারগানা পরিষদের সভাপতি বাবুলাল মুর্মূ, মহানগর আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি ভাদু বাস্কে ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সিষ্টি টুডু।