হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আবু সাঈদের অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা ছিল। সম্প্রতি তিনি জমি কেনাবেচা ও বালুর ব্যবসাও করতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহত আবু সাঈদের ভাই রিপন বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তাঁর ভাইকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, ‘সাড়ে ৫ শতক জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কী কারণে কারা হত্যা করেছে, তা এখনো বুঝতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।’

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত