হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ২৭ ঘণ্টা পর পদ্মায় মিলল কৃষকের মরদেহ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি