হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম হত্যার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম (২৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নিহতের পরিবার। মানববন্ধন থেকে মিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জানা গেছে, মিম নগরের রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা ছিলেন। গত ২৬ অক্টোবর মিমকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন মিম, এমন কথা প্রচার করে প্রকাশ্যেই তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় মিমকে। তবে খুনের এই ঘটনা পূর্ববিরোধের কারণে। মিম হত্যায় রুবেল নামের স্থানীয় এক যুবদল কর্মী নেতৃত্বে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

মানববন্ধনে মিমের মা কেয়া বেগম বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রুবেলের আমরা ফাঁসি চাই। রুবেল গ্রেপ্তার হলেও এখনো বাকি আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমাদের কেউ নেই বলে আমরা কোনো বিচার পাচ্ছি না। রুবেল সন্ত্রাসী। আর আমরা খুব অসহায়। আমাদের পাশে একটা লোক নাই। দেখেন, কয়েকজন মাত্র লোক এসেছি এলাকা থেকে। কেউ ভয়ে আসতে চাচ্ছে না। রুবেল জেলে থাকলেও রাসেল, অমিত, রিফাত, রবিন, আরিফ, সাজ্জাদ, সাব্বির, মারুফ, সাগরসহ আরও অনেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পুরো পরিবারকেই শেষ করে দিতে চায় তারা।’

মানববন্ধনে নিহতের ভাই কৌশিক ইসলাম সাগর, নানি জাহানারা বিবি, প্রতিবেশী আরাফাত হোসেন, মো. শাকিব প্রমুখ বক্তব্য দেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার