হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাট-২ আসন: হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে হামলার ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে হামলার পর রাতেই মামলা করেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং আজ বুধবার নৌকার প্রার্থীর পক্ষে পাল্টা মামলাটি করেন তাঁর এক কর্মী।

অবসরের করা অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর কাঁচি প্রতীকের গণসংযোগ করছিলেন। এ সময় তাঁর কার্যালয়ের সামনে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। তাতে তিনিসহ অনেকে আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলায় দশজনকে আসামি করা হয়। তাঁরা সবাই নৌকার কর্মী-সমর্থক।

এদিকে আজ বুধবার দুপুরে ক্ষেতলাল থানায় পাল্টা মামলা করা হয়। আওয়ামী লীগের প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে তাঁর কর্মী জুলফিকার আলী চৌধুরী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় স্বতন্ত্র প্রার্থী লোকজন তাঁদের ওপর হামলা করেছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই হামলার শিকার হয়েছে। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন