হোম > সারা দেশ > রাজশাহী

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচার, প্রার্থীদের পোস্টার অপসারণ রাসিকের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। 

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে। 

রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে। 

আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন। 

নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত