হোম > সারা দেশ > রাজশাহী

বদলগাছীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। 

আজ শুক্রবার বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ 

স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ আলতাফ হোসেন বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতেন। গতকাল রাতে হঠাৎ করেই তাঁর ঘরে আগুন দেখতে পান এক প্রতিবেশী। এরপর ওই প্রতিবেশীর চিৎকারে অন্য প্রতিবেশী ও স্বজনেরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু আগুন নেভানোর আগেই আলতাফ পুড়ে মারা গেছেন। একই সঙ্গে দুটি ছাগল এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। 

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘এভাবে আমার বাবা আগুনে পুড়ে মারা যাবে কখনো ভাবতেই পারিনি। আমার সব শেষ হয়ে গেল। ধারণা করছি-বাড়ির চুলা অথবা কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল বলেন, ‘ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন