হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে যৌন নিপীড়ন চেষ্টা অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

ছাত্রকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার উপজেলার সান্দুরিয়া কওমী মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবি ওই মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে (১২) রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। পরে ওই ছাত্র সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানায়। অভিভাবকেরা মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের চেষ্টার বিষয়টি মাদ্রাসার কমিটির সদস্যদের অবহিত করেন। যা নিয়ে মাদ্রাসা কমিটির সদস্যরা আলোচনা শেষে বিষয়টির যাচাইয়ের পর এর সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে শনিবার রাতে তাড়াশ থানার এসআই আব্দুস সালাম ঘটনা স্থলে পৌঁছালে এলাকাবাসী ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক বলেন, রোববার সকালে নির্যাতিত মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত