হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ২৫৫টি ইয়াবা বড়িসহ বরুণ মণ্ডল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চিকাশি-গোসাইবাড়ি সড়কের খালপাড় ব্রিজ এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরের দিকে বরুণ মণ্ডলকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বরুণ মণ্ডলের বাড়ি ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

থানা-পুলিশ জানায়, বরুণ মণ্ডল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অনেক দিন ধরে ধুনট উপজেলার অন্য মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন। গতকাল রাতে উপজেলার চিকাশি-গোসাইবাড়ি সড়কের খালপাড় ব্রিজের ওপর মাদক বিক্রি করছিলেন তিনি। 

গোপন সংবাদ পেয়ে ধুনট থানা-পুলিশ ওই ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানো সময় ধাওয়া দিয়ে বরুণ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ২৫৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এই ঘটনায় গতকাল রাতেই ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে