পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা শেষে বাইরে আসার পর এই ঘটনা ঘটে।
পলাতক ওই আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলার আসামি আরিফকে দুপুরে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের হেফাজতে তিনি হাজতখানায় যাচ্ছিলেন। সেই সময় হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে রাজশাহী পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আরেকটি বিচারাধীন মাদক মামলায় হাজিরার জন্য তাঁকে কারাগার থেকে আদালতে আনা হয়। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চলছে। এতে কারও দায়িত্বে গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’